Terms and Conditions

  • Home
  • Terms and Conditions

ব্যবহারের শর্তাবলি (Terms & Conditions)

কোনো ব্যবহারকারী যখন লক্ষ্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন, তখন তাকে এই শর্তাবলিতে সম্মত হতে হয়। যদি কোনো ব্যবহারকারী এই শর্তাবলিসমূহের সাথে একমত না হন, তিনি আমাদের সেবা ব্যবহারে অযোগ্য বলে বিবেচিত হবেন।

সেবা ও কনটেন্ট ব্যবহারের অনুমতি

আমরা লক্ষ্য ব্যবহারকারীদের কুইজ, শিক্ষামূলক কনটেন্ট, প্রশ্ন এবং অন্যান্য ফিচার ব্যবহারের জন্য সীমিত, অ-হস্তান্তরযোগ্য এবং অ-এক্সক্লুসিভ লাইসেন্স প্রদান করে থাকি, যা শুধুমাত্র ব্যক্তিগত, অ-ব্যবসায়িক ব্যবহারের জন্য।

ব্যবহারকারীর দায়িত্ব

কনটেন্ট ও মালিকানা

লক্ষ্য-তে প্রদর্শিত সমস্ত লেখা, প্রশ্ন, গ্রাফিক্স, লোগো এবং অন্যান্য কনটেন্ট লক্ষ্য’র মালিকানাধীন। এগুলোর কোনো কিছু অনুমতি ছাড়া কপি, বিতরণ বা বিক্রয় করা যাবে না। অন্যথায় লক্ষ্য টিম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।

প্রতিযোগিতা ও পুরস্কার

সীমাবদ্ধতা

অ্যাকাউন্ট স্থগিত/বাতিল

কোনো ব্যবহারকারী যদি লক্ষ্য’র শর্তাবলি লঙ্ঘন করেন, তাহলে লক্ষ্য টিম তার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করার অধিকার সংরক্ষণ করে থাকে।

পরিবর্তন

লক্ষ্য টিম যেকোনো সময়ে এই শর্তাবলির নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবে এবং যেকোনো পরিবর্তন সম্পর্কে ব্যবহারকারীকে নোটিফাই করা হবে। পরিবর্তনের পর প্ল্যাটফর্ম ব্যবহার চালিয়ে গেলে ব্যবহারকারী সেই পরিবর্তনে সম্মত আছেন বলে ধরে নেওয়া হবে।

আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধের নিষ্পত্তি বাংলাদেশে অবস্থিত আদালতের মাধ্যমে হবে।

যোগাযোগ

লক্ষ্য’র শর্তাবলি সম্পর্কে আপনার প্রশ্ন, জিজ্ঞাসা বা আপত্তি জানাতে যোগাযোগ করুন support@lokkha.com এই মেইলে। 

Messenger
Visitor Counter
Today's Hits 599
Yesterday's Hits 9003
Total Hits 244299